Monday, December 9, 2019
একান্তই নিজস্ব, ব্যক্তিগত
আমার জীবনের উদ্দেশ্যকে বেনামী ইচ্ছের ধ্বংসের মিছিলে বিসর্জন দিয়ে আমি তোমাকে চেয়েছি বারবার। প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষতে গেলে আমার স্বর্গরাজ্য নিকষকালো বিষাদের মেঘে ছেয়ে যায়। অন্ধকার, দিনের আলোকে জাপটে ধরে, বিষাদের ঘর্ষণে বর্ষিত হয় অযাচিত মিথ্যে যত প্রেম। আমিতো অনেক আগেই কণ্টকিত গোলাপ আঁকড়ে ধরতে শিখে গেছি- শিখেছি বিন্যাসের পথে বিনাশের দুঃস্বপ্ন দেখা। ক্ষতবিক্ষত রক্তছাপ যত- কিছু মুছে যায় কৃষ্ণগোলাপের অমৃত সুবাসে, বাকি যা থাকে তা একান্তই নিজস্ব, ব্যক্তিগত।
Subscribe to:
Post Comments (Atom)
সে এক বিরাট সমুদ্র
সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।
-
কোন এক বৃষ্টি ভেজা রাত রাত ১২ টা ছুঁই ছুঁই। বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে কিছুক্ষন আগেই। সারা রোম ঘুট ঘুটে অন্ধকার।। বাহিরে ঝুম ঝুম শব্দের অন...
-
আজ প্রায় বছর খানেক হয়ে গেলো,তুমি আমি আর একসাথে নেই। না এমনটা নয় যে তোমাকে আর মনে মনে পড়েনা। তবে আগের মত প্রতি মুহুর্তে মনে পড়েনা। এখন আমার ক...
No comments:
Post a Comment