Monday, December 9, 2019

কি খুজছো তুমি?

কি খুজছো তুমি?
কি হারিয়ে কি খুজছো!
অশান্ত নদীর ঘোলাটে জলের তীব্র স্রোতে যা হারিয়ে দিলে, খুব সজজেই কি তা খুজে পাবে?
আকষ্মিক ঝড় এসে তোমার নৌকা যদি উলটে দেয়, তলিয়ে যাওয়া জলেও কি খুজবে তাকে?

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।