আমার কলঙ্কিত অধ্যায়ের উপসংহার বা কোন পরিসমাপ্তি নেই, আছে শুধু অনিয়ন্ত্রিত একরাশ স্বপ্নবৎ আকাঙ্ক্ষা। যেখানে আশা মিটমিটে আলো জ্বেলে দেয়,
কিন্তু সেই আলোতে প্রত্যাশা বারবারই ভারসাম্য হারায়।
আমার অসমাপ্ত গল্পের অপূর্নতায় তোমার নামের হাহাকার অমার্জিত। চৌকস চিন্তাধারার অতল গভীরের মৃত্যুকূপে, নিশ্চুপ নির্জন অন্ধকারে আত্নার আত্নাহুতি যেন নিত্যদিনকার নিত্য সাধারণ অভ্যেস।
No comments:
Post a Comment