Monday, December 9, 2019

পরিত্যক্ত দেয়ালে শেওলার অস্তিত্ত্ব

পরিত্যক্ত দেয়ালে শেওলার অস্তিত্ত্বের মতোই ঝোপেঝাড়ে বাসা বেধে আছো তুমি আমার অস্তিত্ত্বে।
খাতা কলমের তৈরী সাদা কালো কাব্যের স্থায়িত্ত্বের মতোই অমলিন - তুমি আমার স্মৃতিতে।
অমাবস্যাতিথির অন্ধকারের গভীরতার মতই
তুমি আমার ভিতরে উজ্জ্বল রাত্রিদিন।
শরতের কাশফুলের ন্যায় শুভ্র তোমার প্রতিচ্ছবি,
ভোরের কুয়াশার ন্যায় খনস্থায়ী তোমায় কাছে পাওয়া।
দূরে থেকে-ও আছ তুমি হ্নদয়ের গহিনে,
জরিয়ে আছ তুমি -
আমারি অস্তিত্বে।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।