তোমার শাড়ির আঁচলের ভাজে লুকিয়ে থাকা
স্বপ্নগুলো আজ তুমিহীনতায় ছন্নছাড়া,
এলোমেলো উন্মাদ, যাযাবর হয়ে ছুটছে অস্তিত্ত্বের সন্ধানে।
তোমার কাজল কালো চোখের মায়ায়
হারিয়ে যাওয়া বিষাদ, কালো মেঘ হয়ে জড়ো হয়েছে আমার সাদাকালো আকাশে-
বৃষ্টি হয়ে ঝরে পড়ছে যখন-তখন!
তোমার অকৃতিম শুদ্ধতম সুন্দর অধরের বিস্তৃতি
আমাতে সৃষ্টি করা আশ্চর্য দারুণ পুলক,
অযাচিত মিথ্যে অনুভূতির খাঁচায় বন্দি,বিলুপ্তপ্রায়।
আমার অবাক চাহনিতে বিষ্ময় সৃষ্টি করা তোমার হেলেদুলে হেটে চলা আজ অসীম পর্যন্ত বিস্তৃত,
আমার পদচারণা যে পথে-
নিতান্তই সাধারণ,নগণ্য।
No comments:
Post a Comment