ডিপ্রেশনে থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবেন না।
বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন।
আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন।
বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন।
আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন।
According to my point of view, জীবনে হোঁচট খাওয়া খুব দরকার।
অন্তত একবার হলেও দরকার।
ধাক্কা খেলে মানুষ Matured হয়।
মানুষকে বুঝতে শেখে, কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা বুঝতে শিখে।
অন্তত একবার হলেও দরকার।
ধাক্কা খেলে মানুষ Matured হয়।
মানুষকে বুঝতে শেখে, কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা বুঝতে শিখে।
এরা যদিও আবার হোঁচট খায় তবে আরো শক্ত হয়।
নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে।
প্রাণ খুলে হাসার অভিনয়টা পুরোদমে শিখে ওঠে।
অন্যদের হাসাতে জানে।
নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজান্তেই প্রাণোচ্ছল হাসি দিয়ে পরিচয় করিয়ে দিতে জানে।
নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে।
প্রাণ খুলে হাসার অভিনয়টা পুরোদমে শিখে ওঠে।
অন্যদের হাসাতে জানে।
নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজান্তেই প্রাণোচ্ছল হাসি দিয়ে পরিচয় করিয়ে দিতে জানে।
এরা একা কাঁদে, লুকিয়ে আর গোপনে।
গভীর রাতে এরা যখন খুব মানসিকভাবে টায়ার্ড ফিল করে তখনই কাঁদে।
গভীর রাতে এরা যখন খুব মানসিকভাবে টায়ার্ড ফিল করে তখনই কাঁদে।
সারাদিন অক্লান্ত সুখী হবার অভিনয়ের পরিশ্রম করার পর রাতে যখন একা হয় তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এরা আর কারো কাছেই ঠাঁই পায় না। চিৎকার করে এরা কাঁদতে চায়, তবে মুখ বুঁজেই কাঁদে। কেউ ভুল করে কাঁদতে দেখে ফেললেই বালিশে মুখ বুঁজে চোখ শুকিয়ে নিয়ে মাথা তুলে অভিনয় করে বলে,
উউফ! চোখে খুব জ্বালা করছে এক্ষুনি জল বেড়োবে।
উউফ! চোখে খুব জ্বালা করছে এক্ষুনি জল বেড়োবে।
No comments:
Post a Comment